যুব বিচিত্রা প্রতিনিধি, গুয়াহাটি,৩০ জানুয়ারি: ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে বুধবার দায়িত্ব গ্রহণ করলেন হরমিত সিংহ। বিদায়ী ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহের কাছ থেকে এদিন তিনি দায়িত্ব সমঝে নেন। দায়িত্ব গ্রহণ করার পর হরমিত সিংহ বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমলে গত দু’বছরে ব্যাপক পরিবর্তন এসেছে অসম পুলিশে। অপরাধ নিয়ন্ত্রণে অসম পুলিশ যে সফলতা অর্জন করেছে, বিভিন্ন পরিসংখ্যানে তার প্রমাণ পাওয়া যায়। তিনি বলেন, নিরাপদ এবং সুরক্ষিত অসম নির্মাণই মুখ্যমন্ত্রীর স্বপ্ন। আর মুখ্যমন্ত্রীর এই স্বপ্ন সাকারে জনগণের স্বার্থে অসম পুলিশ কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। সেইসঙ্গে দেশের সেরা পাঁচ রাজ্যের পুলিশের তালিকায় স্থান নিশ্চিত করতেও লক্ষ্য রয়েছে অসম পুলিশের। এদিকে, নতুন দায়িত্বপ্রাপ্ত ডিজিপি-র (ডিরেক্টর জেনারেল অব পুলিশ) হাতে দায়িত্ব সমঝে দেওয়ার আগে কাহিলীপাড়ার চতুর্থ এপিবিএন-এ শেষবারের মতো অসম পুলিশের অভিবাদন গ্রহণ করেন বিদায়ী ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘অসমে প্রায় ৩৪ বছরের যাত্রা শেষ করে এখন থেকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করব। বিশেষ ডিজিপি হিসেবে প্রথমে পাঁচবছর এবং তারপর ডিজিপি হিসেবে নিষ্ঠাসহকারে জনগণের স্বার্থে কাজ করেছি। এবং আমার প্রতিটি পদক্ষেপে অসম পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে। যার জন্য সর্বদাই কৃতজ্ঞ থাকবো। একইসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিদায়ী ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে জি.পি.সিং। সব মিলিয়ে নবাগত পুলিশ প্রধান অর্থাৎ ডিজিপি হরমিত সিং এর দায়িত্ব নেওয়ার পর অসম পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ বা জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যতিক্রমী পদক্ষেপ কি থাকবে তা হবে লক্ষণীয়।
ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হরমিত সিংহ
