যুব বিচিত্রা প্রতিনিধি শিলচর,২৮ জানুয়ারি: সঞ্জয় সারদা ছিলেন এক অমায়িক ও পরোপকারি ব্যক্তিত্বের অধিকারী। যিনি ছিলেন বরাক ভ্যালি নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের এর সহকারী সম্পাদক তৎসঙ্গে সত্যবার্তা পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় সারদা। তিনি মাত্র ৫০ বছর বয়সে আকস্মিক মৃত্যুতে সবাই কে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। তাঁর এই অকাল মৃত্যুতে সোমবার শিলচর জানিগঞ্জে তাঁর শোক সভা সহ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আর এই সভায় সকলেই তাঁর আকস্মিক মৃত্যুকে মেনে নিতে পারছে না। গভীর ভাবে শোকস্তব্ধ হয়ে এক মিনিট নীরবতা পালন করে তাঁর প্রতিচ্ছবি তে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত সবাই।বরাক উপত্যকা নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনতোষ ধরের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তারা আরও বলেন, সঞ্জয়ের মতো মানুষদের আমাদের সবসময় ধরে রাখতে হবে। সঞ্জয় সমাজের জন্য যা কাজ করেছেন তাঁকে স্মরণীয় করে রাখতে প্রত্যেক বছরই তাঁর নামে খেলা-ধূলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রস্তাব দেওয়া হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন বরাক ভ্যালি নিউজপেপার ওনার্স এসোসিয়েশনের সহকারি -সাধারণ সম্পাদক তথা সত্যবার্তা পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় সারদা সম্প্রতি কলকাতায় লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে মাত্র ৫০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর অকাল মৃত্যু কোন অবস্থায় মেনে নিতে পারছে না উপস্থিত সবাই। এদিনের শোকসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতিদ্বয় জি.এম. চৌধুরী ও বিজয় দেবনাথ, সাধারণ সম্পাদক দিলু দাস, কার্যনির্বাহী সদস্য দূর্বা সেন, অনুপম দে, মহম্মদ আব্দুল করিম, রাজীব ধর, তাপস সূত্রধর, মনতোষ ধর, রাজু দে সহ তাঁর পরিবারের পক্ষে বাবা সত্যনারায়ণ সারদা, স্ত্রী রানু সারদা, পুত্র লাভ সারদা, বড় ভাই সুরেশ সারদা প্রমুখ। সবাই এদিন সবাই গভীর মর্মাহত হয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁকে স্মরণ করে আগামী দিনে কিছু পরিকল্পনা হাতে নিয়ে বাস্তবায়ন করতে এসোসিয়েশনের সকল সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করেন মনতোষ বাবু।
বরাক ভ্যালি নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে শোক এবং স্মরণ সভা সাধারণ সম্পাদক তথা সত্যবার্তা পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় সারদার আকস্মিক মৃত্যুতে
