যুব বিচিত্রা প্রতিনিধি, দিল্লি: ২৮ জানুয়ারি: একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জমিয়াত উলামা-ই-হিন্দের সভাপতি মওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদনী বলেছেন, যে উত্তরাখণ্ডে কার্যকর করা অভিন্ন নাগরিক বিধি সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী UCC অর্থাৎ Union Civil Code এটি কোনও অবস্থাতেই মুসলমানদের কাছে গ্রহণযোগ্য নয়। মওলানা মাদানী বলেন, সংশ্লিষ্ট পক্ষের বিশেষ করে মুসলিম সংখ্যালঘুদের আপত্তির পরে এই আইন বাস্তবায়নে কেন গুরুত্ব পাচ্ছে? ভারতের আইন কমিশন কর্তৃক জনসাধারণের কাছ থেকে চাওয়া পরামর্শ থেকে জানা গেছে, যে দেশের বেশিরভাগ মানুষ এই ধরনের কোড গ্রহণ করেননি। তাই আইন কমিশন সরকারকে পরামর্শ দিয়েছে যে অভিন্ন দেওয়ানি বিধি কাম্য নয় এবং প্রয়োজনীয়ও নয়। তা সত্ত্বেও, জনসাধারণের পরামর্শ এবং আইন কমিশনের সুপারিশ উপেক্ষা করে, সরকার একনায়কের মতো জনসাধারণের উপর এই আইন চাপিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। মওলানা মাদানী বলেন, আমরা বারবার সরকারের সামনে এই সত্যটি উপস্থাপন করেছি যে দেশ এবং সংবিধানের নির্মাতারা ব্যক্তিগত আইন রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদি সরকার এই প্রতিশ্রুতি থেকে সরে যায়, তাহলে আমরা আইন ও সংবিধানের পরিধির মধ্যে এর বিরুদ্ধে লড়াই করবো। তিনি বলেন, আমাদের দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক মহান উদাহরণ। এটি উপেক্ষা করে যে কোনও আইন প্রণয়ন করা হলে তা দেশের ঐক্য ও অখণ্ডতার উপর সরাসরি প্রভাব ফেলবে। আমরা এই বিষয়ে দৃঢ় যে, ইসলামী শরীয়তের উপর সম্পূর্ণরূপে অটল থাকবো এবং এভাবে আসা কোনও আইনকে পরোয়া করবো না। মোট কথা সর্বত্র বিতর্কের আঁচ ইউনিয়ন সিভিল কোড অর্থাৎ UCC নিয়ে।
UCC আইন মুসলমানদের কাছে গ্রহণযোগ্য নয়: বললেন মওলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানী
