জাঁকজমকপূর্ণভাবে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন সাহাবাদ লিটিল স্টার স্কুলে

যুব বিচিত্রা প্রতিনিধি,লালা,২৬ জানুয়ারি: হাইলাকান্দি জেলার কাটলিছড়া উন্নয়ন খণ্ডের সাহাবাদ লিটিল স্টার সিনিয়র সেকেন্ডারি স্কুলে জাঁকজমকপূর্ণভাবে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। সকাল সাতটা ত্রিশ মিনিটে স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক- শিক্ষিকার উপস্থিতিতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্কুলের অধ্যক্ষ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। সকাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছাত্র-ছাত্রীদেরকে বেডমিন্টন ও কুইজ প্রতিযোগিতার সাথে সাথে বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে মনোরঞ্জন করানো হয়। দুপুর ১ঘটিকায় প্রতিটি ছাত্র-ছাত্রীদেরকে মধ্যাহ্নভোজন দেওয়া হয়। ১:৩০ মিনিট থেকে ৩ টা পর্যন্ত কবিতা, দেশাত্মবোধক গান, নাচ ও বক্তৃতা পরিবেশনের মাধ্যমে মঞ্চ কাপিয়ে তুলেন শিক্ষার্থীরা। তারপর স্কুলের অধ্যক্ষ মহোদয় ও সহকর্মী শিক্ষকগণ এ দিনের বিশেষ গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ দিকে পুরস্কার বিতরণ শেষ হলে স্কুলের অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সবমিলিয়ে দিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয় ৭৬তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানসূচি।