যুব বিচিত্রা প্রতিনিধি, গুয়াহাটি প্রতিনিধি,২৪ জানুয়ারি: কেলেঙ্কারির গন্ধ কামাখ্যা দেবালয়ে, আচমকাই হানা ইডি-র। বৃহস্পতিবার কামাখ্যা মন্দিরের প্রাক্তন দেবোত্বর বোর্ডের ৭ কোটি টাকারও বেশি আর্থিক অনিয়মের তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডি এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার কামাখ্যা দেবোত্বর বোর্ডের প্রাক্তন প্রশাসক রিজু প্রসাদ শর্মা, প্রয়াত ধীরাজ শর্মা এবং নবকান্ত শর্মা ও অন্যান্য কর্মকর্তার আবাসিকে অভিযান চালানো হয়।
আসাম পুলিশের সিআইডি ব্রাঞ্চের FIR থেকে এই মানি লন্ডারিং-এর বিষয়টি সামনে আসে।অভিযোগ , অনুযায়ী ২০০৩-২০১৯ সালের মধ্যে বোর্ডের কর্মকর্তারা মন্দির পরিচালনায় ৭.৬২ কোটি টাকার তহবিলের অপব্যবহার করেছেন বলে দায়ের অভিযোগ।
পরে ২০১৫ সালে সুপ্রিম কোর্টের এক আদেশে বোর্ড ভেঙে দেওয়া হয়। ইডি এক সূত্রে জানিয়েছে, অভিযানের সময় পূর্ববর্তী বোর্ডের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের নামে ১.৮২ কোটি টাকার বীমা পলিসি জব্দ করা হয়েছে।
এছাড়া ও তাদের পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি, ব্যবসায়িক সত্তা সম্পর্কিত নথিপত্রও উদ্ধার করা হয়েছে। এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ২৭টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ইডির তদন্তকারী দল। অন্যদিকে সনাতনী দের মধ্যে ধর্মীয় স্থানের অর্থ নয়ছয় মোটেই মেনে নিতে পারছে না, শুরু হয়েছে বেজায় জল্পনা!