কাছাড়ের কাটিগড়ায় প্রায় ১ কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাফ এবং গাঞ্জা জব্দ

ব্যাপক সাফল্য কাছাড় পুলিশেরযুব বিচিত্রা প্রতিনিধি,কাটিগড়া, ২০জানুয়ারি: কাছার জিলার দিগরখাল ন্যাকা চেক গেইটে গুমরা পুলিশের নিয়মিত তল্লাশিতে জব্দ হয় ৮৬৪০ বোতল কফ সিরাফ এবং ২ কেজি গাঞ্জা। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১কোটি টাকার কাছাকাছি।
খবর পাওয়া মতে, এই নিশাজাতীয় সামগ্রগুলো মেঘালয় থেকে মিজোরাম নেওয়ার চেষ্টায় ছিল অবৈধ সরবরাহকারী র দল। তারা জোয়াই- বদরপুর ৬ নং জাতীয় সড়ক দিয়ে প্রবেশ করার চেষ্টা চালায়। এদিন জব্দ হওয়া নেশাজাতীয় সামগ্রী পাচারে জড়িত সন্দেহে আটক করা হয় জয়লাল দান থাংগা নামে এক যুবককে।