যুব বিচিত্রা প্রতিনিধি, শিলচর,১৯জানুয়ারি: যুব বিচিত্রা সাপ্তাহিক পত্রিকা এবং যুব বিচিত্রা দৈনিক ডিজিট্যাল সংস্করণ এর আনুষ্ঠানিক উন্মোচন করা হয় রবিবার অর্থাৎ ১৯ জানুয়ারি সকাল ১১টায়। যুব বিচিত্রা পত্রিকার পক্ষ থেকে বরাক ভ্যালি মিডিয়া ফোরামের কাটাখালস্থিত কার্যালয়ে আয়োজিত হয় আনুষ্ঠানিক উন্মোচন এবং একান্ত বৈঠক। এদিন যুব বিচিত্রা পত্রিকা পরিবারের মোট ১০ জন সদস্য সক্রিয় ভাবে সামিল ছিলেন। এদিন পত্রিকার সঙ্গে জড়িতদের পরিচয় পত্র (আইডি কার্ড) তুলে দেওয়া হয় কর্তৃপক্ষ এর তরফে। এদিন যুব বিচিত্রা পত্রিকার সঙ্গে জড়িতদের সাংবাদিকতা করার উপর বিভিন্ন ধরণের জ্ঞান লাভ করে নিরপেক্ষ এবং নির্ভীক ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করার উপদেশ দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে।

এদিন আনুষ্ঠানিক ভাবে যুব বিচিত্রা পত্রিকার ডিজিট্যাল সংস্করণের যাত্রা শুরু করা হয়। যুব বিচিত্রা পত্রিকার সম্পাদক তথা বরাক ভ্যালি মিডিয়া ফোরামের সম্পাদক সানি রায় কে গামোছা ও উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় সক্রিয় সদস্যদের পক্ষ থেকে। তৎসঙ্গে উপস্থিত মিডিয়া ফোরামের চেয়ারম্যান তথা যুব বিচিত্রা পত্রিকার ডেস্ক ইনচার্জ তথা বরাক ব্যুরো চিফ সূধন্যা সিনহা কে গামোছা দিয়ে সম্মান জানানো হয় তৎসঙ্গে যুব বিচিত্রা পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক শুভ সুন্দর দেব চৌধুরী কে সম্মান জানানো হয়।এদিন যুব বিচিত্রা পত্রিকা পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দীপ্ত হালদার, রাজদীপ অধিকারী, রুবেল বৈষ্ণব,ইকবাল হোসেন চৌধুরী,সুরজিৎ দাস, মিডিয়া ফোরামের সাংগঠনিক সম্পাদক শুশীল কুমার সিনহা সহ প্রমুখ। উপস্থিত সবাই এদিন যুব বিচিত্রা পত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করেন। তৎসঙ্গে যুব বিচিত্রা পত্রিকা এবং ডিজিট্যাল পেইজ এর দর্শকদের পাশে নিরবিচ্ছিন্ন ভাবে যুব বিচিত্রা থাকবে বলে অঙ্গিকারাবদ্ধ হয়ে দর্শকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন কর্তৃপক্ষ। গ্রাম-শহর সকল জায়গায় সত্যের খোঁজে সবার আগে একমাত্র যুব বিচিত্রা ই উল্লেখযোগ্য ভূমিকা নিতে তৎপর থাকবে আগামী দিনে এই অঙ্গীকার করেন সক্রিয় সদস্যদের সঙ্গে নিয়ে।