পাঁচগ্রাম রাধারাণী কলোনীতে দুদিনব্যাপী হরিনাম যজ্ঞ সমাপ্তি

পাঁচগ্রাম রাধারাণী কলোনীতে দুদিনব্যাপী হরিনাম সংকীর্তনের সমাপ্তি, ভক্তদের অংশগ্রহণ।

যুব বিচিত্রা প্রতিনিধি , পাঁচগ্রাম , ১৭ জানুয়ারি: প্রতিবছরের মতো এবছরও প্রতিকূলতার উর্ধ্বে গিয়ে বিশ্বশান্তি কামনায় পাঁচগ্রাম রাধারাণী কলোনী স্থিত বিষ্ণু মন্দির প্রাঙ্গণে দুদিনব্যাপী অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন আজ সকালে সমাপ্ত হয়। এতে ব্যাপক সাড়া ফেলেছে পাঁচগ্রামের অধিকাংশ এলাকায়। বুধবার সকালে শান্তি যজ্ঞের মাধ্যমে সূচনা হয়, তারপর বিকেল চারটায় অধিবাস হয়ে হরিনাম সংকীর্তন এর সূচনা হয়। বৃহস্পতিবার দিনভর চলে পূজার্চনা – মহাযজ্ঞ তৎসঙ্গে মহাপ্রসাদ বিতরণ। শুক্রবার সকালে নগর পরিক্রমা করে অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ সমাপ্তি ঘটে।এতে অন্তত দশ হাজারের অধিক ভক্তদের সমাগম চোখে পড়ে। এদিকে, গতকাল কমিটির ডাকে সাড়া দিয়ে শ্রী ভুমি র কর্মতৎপর বিধায়ক কমলাক্ষ্য দে পুরকায়স্থ র পদার্পণ চোখে পড়ে। তিনি ও মহাপ্রসাদ গ্রহণ করে নাম সংকীর্তন অনুভব করতে দেখা যায়। শুক্রবার সকালে নগর কীর্তন, এবং দুপুরে দধি ভাঙ্গন ও মহন্ত বিদায় হয়ে সমাপন ঘটে উক্ত দুদিনব্যাপী হরিনাম সংকীর্তন এর।