যুব বিচিত্রা প্রতিনিধি ধর্মনগর ২৬ আগস্ট: কাঞ্চনপুরে নাবালিকা ধর্ষণের জঘন্য মামলায় দুই আসামিকে কঠোর শাস্তি দিলেন ধর্মনগরের বিশেষ আদালতের বিচারক অংশুমান দেব্বর্মা।ঘটনার বিবরণে জানা যায়, কাঞ্চনপুর এলাকার ১৩ বছরের এক নাবালিকা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২০২৩ সালের ১৩ এপ্রিল তার মা চিকিৎসকের কাছে নিয়ে যান। ডাক্তার মেয়েটিকে গর্ভবতী বলে জানান। পরে জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায়, মা-বাবা কাজের জন্য বাইরে গেলে নির্জনতার সুযোগে পাশের বাড়ির মসেন্ড শব্দকর ও নির্মল শব্দকর একাধিকবার তাকে ধর্ষণ করে।এ ঘটনায় মেয়েটির মা ২০২৩ সালের ২৩ এপ্রিল কাঞ্চনপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার গ্রহণ করেন এসআই নরেন্দ্র রিয়াং। তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয় এবং আদালতে মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়।দীর্ঘ শুনানি শেষে এই মাসের ১৮ তারিখে চূড়ান্ত শুনানি সম্পন্ন হয় এবং আজ ২৬ আগস্ট বিচারক অংশুমান দেব্বর্মা রায় ঘোষণা করেন। আদালত দুই আসামি মসেন্ড শব্দকর ও নির্মল শব্দকরকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২) আই ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি পক্সো আইনে প্রত্যেককে আরও ১০ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল ঘোষণা করেন।সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী সুদর্শন শর্মা। এই ঘটনার রায়কে ন্যায়বিচারের এক গুরুত্বপূর্ণ নজির বলে মনে করছেন এলাকাবাসী।
ধর্মনগর বিশেষ আদালতে নাবালিকা ধর্ষণ মামলার রায়, দুই আসামির ১০ বছরের কারাদণ্ড
