যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর, ২৬ আগস্ট :- মঙ্গলবার বিকেল ৪টায় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার আঞ্চলিক শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ের ইন্ডোর হলে রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং নর্থ স্কুল স্পোর্টস বোর্ডের পরিচালনায় আয়োজিত এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪, ১৭ এবং ১৯ বছর বয়সী ছেলে-মেয়েরা অংশ নিচ্ছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা হয়। পরে অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করে নেয় শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ত্রিপুরা সরকারের ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত টিংকু রায় গাছে জল সঞ্চালনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস, উত্তর জেলার সভাধিপতি অপর্না নাথ, পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস-চেয়ারপার্সন ধনঞ্জয় নাথ, এসডিপিও সৌম্য দেববর্মা, ডি.সি.এম দিবাকর জামাতিয়া, আরসিপিই কলেজের শিক্ষক জয়দেব দাস, জেলা স্পোর্টস ডিরেক্টর লালনেইথুমা ডার্লং, সহকারী পরিচালক বিভা বাসু গোস্বামী সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশন করে। পাশাপাশি শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ের ছাত্রীরা মনোমুগ্ধকর রিদমিক যোগা প্রদর্শন করে। এবারের প্রতিযোগিতায় সমগ্র রাজ্যের আটটি জেলা এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের মোট ২৫২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। জ্যাভলিন থ্রো, হাই জাম্প, ৬০০ মিটার ও ৮০০ মিটার দৌড়, ডিসকাস থ্রো, লং জাম্প, শটপুট সহ মোট ৯৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত হয়েছে। উদ্বোধনী বক্তৃতায় ক্রীড়ামন্ত্রী টিংকু রায় জানান, “বিগত সরকারের তুলনায় বর্তমান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে খেলাধুলার ক্ষেত্রে রাজ্য এক নতুন দিগন্তে পৌঁছেছে। উন্নত মানের খেলার মাঠ, সিনথেটিক ট্র্যাক এবং হকি মাঠ তৈরির কাজ দ্রুত এগোচ্ছে।” তিনি আরও বলেন, “পানিসাগর আরসিপিই কলেজের মাঠে সিনথেটিক ট্র্যাক তৈরি হওয়ার কারণে স্থানীয় ফুটবলপ্রেমীরা মাঠের অভাবে খেলতে পারছে না। তাই নিকটবর্তী জায়গায় একটি ফুটবল মাঠ নির্মাণের আশ্বাস রাজ্য সরকার দিচ্ছে।”মন্ত্রী ক্ষুদে খেলোয়াড়দের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে বলেন, রাজ্যস্তরে ভালো ফলাফল করে জাতীয় স্তরে ত্রিপুরার নাম উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদী। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা ঘিরে উত্তর জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যাচ্ছে।
রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা পানিসাগরে
