বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার পথে দুঘটনায় ১জন নিহত, আহত ৩৯ র কাছাকাছি!
সুজন চক্রবর্তী, ২১ আগস্ট :- বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে জম্মুতে খাদে পড়লো তীর্থ যাত্রীদের বাস। দুঘটনায় মৃত ১ জনের, ৩৯ জন তীর্থ যাত্রী আহত হয়েছেন। জানা যায়, একদল তীর্থ যাত্রী নিয়ে উত্তরপ্রদেশের কাটরা থেকে বৈষ্ণো দেবীর মন্দিরের উদ্দেশে রওনা দিয়ে ছিল বাসটি। বৃহস্পতিবার ২১ আগস্ট সকালে জম্মু থেকে পাঠানকোটগামী হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ই ঘটে যায় দুঘটনা। স্থানীয়রা জানান, চাকা পিছলে গাড়িটি ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুঘটনার জেরে ইতিমধ্যেই ১ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, মৃত তীর্থ যাত্রীর নাম ইকবাল সিং আমরোহা। অন্যদিকে দুঘটনায় আহত হয়েছেন ৩৯ জন। যার মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। আহতরা সাম্বার একটি হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত ৭জন তীর্থ যাত্রীকে বিজয়পুর এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভয়াবহ দুঘটনায় শোক প্রকাশ করা হয়েছে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লার দপ্তরের তরফে। মুখ্যমন্ত্রী ওই দুঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মুখ্যমন্ত্রী সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন।