জলে ডুবে প্রাণ গেলো ১৫ বছরের এক কিশোরের!

রমেন্দ্র গোস্বামী, ধর্মনগর, ২১ আগস্ট :- বৃহস্পতিবার দুপুরে উত্তর জেলার ধর্মনগরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় ১৫ বছরের এক কিশোর।জানা গেছে, দক্ষিণ নয়াপাড়া এলাকার শ্রীরাম সরনির বাসিন্দা বিবেক কর (১৫),

পিতা মন্টু কর, দুপুরে কালিদিঘীতে সাঁতার কাটতে নামে। সাঁতারের এক পর্যায়ে সে হঠাৎই গভীর জলে তলিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর দমকল দপ্তরের কর্মীরা। দীর্ঘ সময় তল্লাশির পর দমকল কর্মীরা

তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন। তবে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমালি নাথ পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয়

ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় দক্ষিণ নয়াপাড়া ও আশপাশের এলাকায় নেমে আসে শোকের ছায়া।