রেল দূর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু একসঙ্গে ০৩ জনের, যাত্রীবাহী এক্সপ্রেস ও পণ্যবাহী ট্রেনের ক্রসিং এর সময় অঘটন!

যুব বিচিত্রা প্রতিনিধি গৌহাটি, ১৮ আগস্ট :- বকোর বামুনিগাঁও রেলস্টেশন চত্বরে মর্মান্তিক দূর্ঘটনা। ট্রেনের ধাক্কায় একই সাথে তিন মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়। নিহতদের নাম উত্তরা দাস (৫০), রুমি দাস (৩৫) এবং

কারভি মালি (৩৫)। এরা সকলেই বকোর চাতাবাড়ি দ্বিতীয় খণ্ডের বাসিন্দা। বামুনিগাঁও রেলস্টেশনের (এনএন ২৪০নং) গেটের কাছে এই ঘটনাটি সংঘঠিত হয়। একই সময়ে দুটি ট্রেন ওই এলাকা অতিক্রম করে। উত্তরমুখী পুরী এক্সপ্রেস এবং এনএমজি মালবাহী ট্রেনের ক্রসিংয়ের সময়েই দুর্ঘটনাটি ঘটে। উত্তরমুখী পুরী এক্সপ্রেসের ধাক্কায়

তিন মহিলা আহত হন। পরে মালবাহী ট্রেনের নীচে কাঁটা পড়ে ঘটনাস্থলেই তিন মহিলা ছিন্নভিন্ন হয়ে যান। উক্ত এলাকায় ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন পুরুষ ও মহিলার মৃত্যু সংঘঠিত হয়েছে। ঘটনাস্থল প্রায়ই এক

স্পর্শকাতর দূর্ঘটনা গ্রস্থ এলাকায় পরিণত হয়েছে। দূর্ঘটনা প্রতিরোধে রেল দপ্তরের সক্রিয় পদক্ষেপ নেওয়ার দাবী জানান।