ফের ত্রিপুরায় রেল দুর্ঘটনায় প্রাণ গেল বয়স ৫৩-র এক ব্যক্তির

তমাল দাস , সাব্রুম ০২ আগস্ট :- ফের রেল দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। শনিবার সকাল সাড়ে ১২টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ত্রিপুরার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির নাম লক্ষন চন্দ্র দাস (৫২), পিতা ধীরেন্দ্র চন্দ্র দাস, কালিবাজার এসসি কলোনির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আগরতলা থেকে সকাল ১০:৫০ মিনিটে সাব্রুমের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ট্রেনটি কলাছড়া থাইলিকতুইসা স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছাতেই লক্ষন দাস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা এবং রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জেলা হাসপাতালে।