জনসংযোগ শিলচর, ৩১ জুলাই:— কাছাড় জেলায় শিক্ষার স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে এক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করল জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তথা কাছাড় জেলা বিদ্যালয় পরিদর্শক (CDC), শিলচর। এই নির্দেশ অনুযায়ী, জেলার অধীনস্থ সমস্ত প্রাথমিক (LP), মধ্য ইংরেজি (ME), উচ্চ, উচ্চ মাধ্যমিক এবং বেসরকারি বিদ্যালয়গুলি আগামী ১লা আগস্ট ২০২৫ থেকে নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডারের সময়সূচী অনুসরণ করবে।
জেলা বিদ্যালয় পরিদর্শক শ্রী জি. হরিজন (AES-I) স্বাক্ষরিত এই নির্দেশে জানানো হয়েছে যে, পূর্বের জারিকৃত আদেশ তাৎক্ষণিকভাবে বাতিল করা হল।
সমস্ত বিদ্যালয়ের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তাঁরা এই নতুন সময়সূচী অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং তা কড়াভাবে বাস্তবায়িত করেন।
এই সিদ্ধান্তের মাধ্যমে জেলার পাঠদান প্রক্রিয়ায় সুশৃঙ্খলতা ফেরানোর উদ্দেশ্য নিয়েছে প্রশাসন। শিক্ষা দপ্তরের আধিকারিকগন আশাবাদী যে, এই সময় পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের গতি ও মান আরও সুসংগঠিত হবে এবং একাডেমিক কার্যক্রম আরও ফলপ্রসূ হয়ে উঠবে।