অবিশ্বাস্য! ৯৩ বছরে এই প্রথম! ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের অকল্পনীয় ইতিহাস

সংবাদ সংস্থা, ২৮ জুলাই :- ভারতীয় ব্যাটাররা অকল্পনীয় ইতিহাস লিখে ফেললেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ৯৩ বছরে এই প্রথম হল এমনটা। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে (England vs India 2025) ভারতীয় ব্যাটাররা রীতিমতো ব্যাট শাসন করছেন। সিরিজে এখনও পর্যন্ত সর্বাধিক রান অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill), যিনি চার টেস্ট মিলিয়ে এখনও পর্যন্ত ৭২২ রান করেছেন। ৫১১ রান করে তালিকায় দুয়ে কেএল রাহুল (KL Rahul)। ঋষভ পন্থ (Rishabh Pant) ৪৭৯ রান করে তৃতীয় স্থানে আছেন। তালিকায় পাঁচে আছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তাঁর সংগ্রহ ৪৩৪ রান। ঘটনাচক্রে প্রথম পাঁচে আয়োজক দেশের একজনই-জেমি স্মিথ (৪২৪ রান) ভারতীয় ব্যাটারদের আধিপত্য ইতিহাস লিখেছে। ইংল্যান্ডে এমন এক কৃতিত্ব অর্জন করেছেন তাঁরা যা আগে কখনও হয়নি। তৈরি হয়েছে অকল্পনীয় ইতিহাস। সেই ১৯৩২ সালে ভারতের টেস্ট অভিষেকের পর এই প্রথম চারজন ব্যাটার কোনও টেস্ট সিরিজে ৪০০-এর বেশি রান করল। যশস্বী জয়সওয়াল যদি পঞ্চম তথা শেষ টেস্টে বড় রান করে, তাহলে এই সংখ্যা পাঁচে চলে যাবে। বাঁহাতি ব্যাটার ৮ ইনিংসে ২৯১ রান করেছেন।