প্রাক্তন জিপি সভাপতির ভাষণে “মোহাব্বত কি বাজার মে নফরত কি দোকান খুলা হ্যাঁ কংগ্রেস” আবোল তাবোল হিন্দিতে ক্ষুব্ধ জনতা
যুব বিচিত্রা প্রতিনিধি, হাইলাকান্দি ২৭ জুলাই :- রাজনৈতিক জনসভায় অশিক্ষিতের মতো অশিক্ষিত ভাষণে ক্ষুব্ধ জনতা। উল্লেখ্য, বরাক উপত্যকার হাইলাকান্দিতে রাজনৈতিক জনসভায় সভাপতির দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো যোগ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা যোরহাট এর সাংসদ গৌরব গগৈ।২৬ জুলাই ছিল হাইলাকান্দি সফরে গৌরব গগৈর রাজনৈতিক জনসভা।সভায় ঘটে যায় বিতর্কিত ঘটনা। সভায় আলগাপুরের এক প্রাক্তন জিপি
সভাপতি বিতর্কিত মন্তব্য করেন গৌরব গগৈ মহাশয়ের দিকে ইঙ্গিত করে। বক্তব্য সরাসরি অপমান নাকি ভুলবশত, তা নিয়ে চলছে হাইলাকান্দিতে জোর চর্চা। ভাষণে প্রাক্তন জিপি সভাপতি বলেন মোহাব্বত কি বাজার মে নফরত কি দোকান খোলা হ্যাঁ কংগ্রেস।এই ভাষণে তোলপাড় হয় সভাস্থল।
মূহুর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পরে বিতর্কিত মন্তব্যটি। মন্তব্য টি শাসকদলের অনেকেই শেয়ার করতে দেখা যায়। বাদ নেই মন্ত্রী বিধায়ক রাত ও। প্রায় সকলেই শেয়ার করেছে তাঁর এই বক্তব্য।এই বক্তব্য ঘিরে বিভাজিত জনমত। এই বিতর্কিত বক্তব্য কি উনি অপমান না ভুলবশত বলে ফেলছেন তা নিয়ে এখনও কোন

প্রতিক্রিয়া দেখা যায় নি রাজনৈতিক মহলে। অনেকই বলছেন গৌরব গগৈ মহাশয়কে অপমান করার উদ্দেশ্য এই মন্তব্য করেন করেছেন পাশাপাশি আরেক পক্ষ বলছেন তিনি না বুঝে ভুলবশত সেই মন্তব্য করেছেন। এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠে আসছে। এখনো পর্যন্ত কংগ্রেস থেকে কোন প্রতিক্রিয়া দেখা যায় নি এই বিতর্কিত মন্তব্য নিয়ে৷ তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর। প্রাক্তন এই জিপি সভাপতি সইদুল হক মজুমদার এখনো তাঁর বক্তব্য নিয়ে কোনো স্পষ্টিকরণ দেয়নি তবে খবর নেওয়া হয়েছে এই বক্তব্যের কারণ কি ? তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তা থেকে সহজেই অনুমেয় প্রাক্তন জিপি সভাপতি সইদুল এর রাজনৈতিক জনসভায় ভাষণে কি টার্গেট নিয়ে এমনটা বললেন?? এখন দেখার বিষয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কি নেওয়া হয় তাঁর বিরুদ্ধে পদক্ষেপ!