কার্গিল দিবস উপলক্ষে যুব মোর্চার উদ্যোগে মশাল মিছিল ধর্মনগরে

যুব বিচিত্রা প্রতিনিধি, ধর্মনগর ২৭ জুলাই :- সারা দেশের সঙ্গে সংগতি রেখে প্রতিটি রাজ্যের কোণায় কোণায় কার্গিল দিবসের মশাল মিছিল অনুষ্ঠিত হয়।বাদ পড়েনি ত্রিপুরা রাজ্যের ধর্মনগর এলাকা ও। ২৬ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধর্মনগরে অনুষ্ঠিত হল এক বিশাল আয়োজনে মশাল মিছিল। কার্গিল বিজয় দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে ভারতীয় জনতা যুব মোর্চা।

ধর্মনগর শহরের গুরুত্বপূর্ণ পথ ধরে এই মশাল মিছিল পরিক্রমা করে।হাতে মশাল নিয়ে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুব মোর্চার সদস্যরা “ভারত মাতা কি জয়” এবং “শহীদ জওয়ান অমর রহে” ধ্বনিতে মুখরিত করে তোলেন।

এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, যুব মোর্চার নেতৃত্ব, দলীয় কর্মী সমর্থক। মূল উদ্দেশ্য ছিল দেশের জন্য আত্মবলিদানকারী শহীদ সেনাদের স্মরণ ও যুব সমাজের মধ্যে দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়া।

পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হয়। ধর্মনগর থানার পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা ছিল যথেষ্ট লক্ষণীয়।