আমেরিকার এইসব প্রতিষ্ঠান থেকে MBBS পাস করলে ডাক্তারই নন, স্পষ্টিকরণ মেডিক্যাল কাউন্সিলের

সংবাদ সংস্থা, ২৫ জুলাই :- বিদেশে গিয়ে এবার চিকিৎসক এর ডিগ্রি লাগালেই চিকিৎসক নন স্পষ্টিকরণ দিল ভারতের মেডিকেল কাউন্সিল।
দেশের জাতীয় মেডিক্যাল কমিশন বলছে, বিদেশের বহু প্রতিষ্ঠানের কোনও পরিকাঠামোই নেই, পড়াশোনার মান ভাল নয়, ক্লিনিক্যাল ট্রেনিং হয় না, ভারতর থেকে পড়াশোনার মান আরো ও খারাপ।

বিদেশে ডাক্তারি পড়তে যাচ্ছেন ভারতের হাজার হাজার পড়ুয়া। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল প্রায় ২০ হাজার পড়ুয়াকে। সম্প্রতি ইরান-ইজরায়েল যুদ্ধের সময়েও ইরান থেকে ফিরেছেন কয়েক হাজার পড়ুয়া। পাশাপাশি চিন, বাংলাদেশ, নেপালেও ডাক্তারি পড়তে যাচ্ছেন ভারতের পড়ুয়ারা। এনিয়ে এবার ভারতীয় ডাক্তারি পড়ুয়াদের সতর্ক করলেন কল ইন্ডিয়া মেডিক্যাল কমিশন। জানিয়ে দেওয়া হল, বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে পড়ে ডিগ্রি লাগালেই সেই ডিগ্রিকে মান্যতা দেওয়া হবে না। মেডিক্যাল কমিশনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, পরিকাঠামো নেই, পড়াশোনার মান ভাল নয়, ক্লিনিক্যাল ট্রেনিং এর ফেসিলিটি নেই, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, ভারতের স্বাস্থ্য শিক্ষার মানের তুলনায় খারাপ মানের এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন দেশে। ওই সমস্ত মেডিকেল কলেজ থেকে পাস করে ভারতে চিকিৎসা করতে এলে তাদের ডাক্তার বলে গণ্য করা হবে না। ভর্তি হওয়ার আগেই সতর্ক করা হল। তাই এবার বিদেশের ডিগ্রি লাভ করা চিকিৎসক এর ভারতের বাজারে এক ভয়ঙ্কর সতর্কবার্তা।কপালে ভাঁজ পড়ার মতোই এখবরে হদিশ হারা অনেকেই।