নর্দমা থেকে সেপটিক ট্যাঙ্ক, গির্জার হোমেই ৮০০ শিশুর গণকবর! অবিবাহিত মায়েদের শিশু ই ছিল তাঁরা!যা ছিল ভয়ংকর ইতিহাস

সংবাদ সংস্থা, ২১ জুলাই :- স্থানীয় এক ইতিহাসবিদ শিশুদের এই গণকবর খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে। যা পৃথিবীর ভয়ঙ্কর ইতিহাস!

গির্জা পরিচালিত হোমে শিশুদের গণকবর! ৮০০ শিশুর গণকবর। শুরু হয়েছে তদন্ত। ফরেনসিক প্রত্নতাত্ত্বিকরা সেই গণকবর খোঁড়ার কাজ শুরু করেছেন।

এই ৮০০ শিশু অবিবাহিত মায়েদের সন্তান বলে জানা গিয়েছে। যাদের হোমে রাখা হয়েছিল। কিন্তু কীভাবে মৃত্যু হল তাদের? তা নিয়েই উঠেছে প্রশ্ন। আয়ারল্যান্ডের প্রাক্তন এই হোমের গণকবর তুলে ধরেছে গির্জার নির্যাতনের দীর্ঘ

ইতিহাস। ২০২৫-এর ৭ জুলাই আয়ারল্যান্ডের টুয়ামে একসময় ক্যাথলিক চার্চ পরিচালিত বন সিকোর্স মাদার অ্যান্ড বেবি হোমে এই শিশুদের গণকবর উদ্ধার হয়। হোমের জায়গায় এখন আবাসন তৈরি হয়েছে। কিন্তু প্রাক্তন হোমের

নর্দমার মাটির নীচে মিলেছে শিশুর দেহাবশেষ। শিশুদের দেহাবশেষ মিলেছে সেপটিক ট্যাঙ্কেও। গণকবর নিয়ে প্রশ্নের মুখোমুখি আইরিশ গির্জা। সরকার বিষয়টি তদন্তের জন্য একটি কমিশন গঠন করেছে। তদন্তে উঠে এসেছে নবজাতক থেকে ৩ বছর বয়সী ৮০২ জন শিশুকে গণকবর দেওয়া হয়।

বিশ্বের এহেন ভয়ঙ্কর ইতিহাস রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পৃথিবীতে। মানবতার লজ্জাহীন দৃশ্যে সর্বত্র সুবিচারের আওয়াজ।