ভয়াবহ বৃষ্টি ও বীভৎস বন্যায় প্রায় মৃত্যু দুইশো র কাছাকাছি! শহরের শান্ত নালা সহসাই দুর্দান্ত নদীতে পরিণত পাকিস্তান

সংবাদ সংস্থা, ১৮ জুলাই :- ভয়ংকর পরিস্থিতি গোটা দেশে। বহু মৃত, বহু নিখোঁজ। জুনের শেষ দিকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে এ নিয়ে মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২০০র কাছাকাছি। এর মধ্যে ৮৫ জন রয়েছে শিশু।

গত ২৪ ঘণ্টায় বন্যার জেরে পাকিস্তানে অন্তত ৬৩ জনের মৃত্যু ঘটেছে। সম্প্রতি , প্রবল বৃষ্টিতে পঞ্জাবে দাঁড়িয়ে যায় জল। বাড়িঘর ধ্বসে পড়ে। বন্ধ হয়ে যায় একাধিক এক্সপ্রেসওয়ে। বহু ফ্লাইট বাতিল হয়, কিছু বিলম্বিত হয়। কিছু এলাকায় জরুরি অবস্থা জারি হয়েছে। পাক রাজধানী ইসলামাবাদের পাশে রাওয়ালপিন্ডি শহরের মধ্য দিয়ে বয়ে

গিয়েছে একটি নালা। তার নাম লাই নদী। কারণ, ওই নদীর জল সহসা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর আশপাশে নিচু এলাকায় বসবাসরত বাসিন্দাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে। একটি ক্লাউডবার্স্টের জেরে ঝিলমে ফ্ল্যাশফ্লাড ঘটে। তা থেকে প্লাবিত হয় গোটা এলাকা। রেসকিউ বোট নামিয়ে পরিস্থিতি মোকাবিলা করার আপ্রাণ চেষ্টা চলছে। এক সতর্কবার্তায় বলা হয়, সংকটকালীন পরিস্থিতির জন্য ঝুঁকি হতে পারে এমন এলাকার বাসিন্দাদের তিন থেকে পাঁচ দিনের জন্য খাবার, জল, প্রয়োজনীয় ওষুধ-সহ জরুরি কিট প্রস্তুত রাখতে হবে! পাকিস্তানের চাকওয়ালে ১ দিনে ৪০০ মিমি বৃষ্টি হয়েছে। পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে।