সংবাদ সংস্থা, ১৮ জুলাই :- পহেলগাঁওয়ে জঙ্গি হানায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী TRF-কে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করলো আমেরিকা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে এই ঘোষণা করা হয়। আমেরিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানায় ভারত।
পহেলগাঁও কাণ্ডে(Pahalgam Terror Attack) বড় আপডেট। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর(US Department of State) টিআরএফ(The Resistance Front)-কে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও(US Secretary of State Marco Rubio) এক বিবৃতিতে জানান, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সংগঠনটি ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে। যেখানে ২৬ জন ভারতীয়কে নৃংশসভাবে খুন করার কথা অকপটে স্বীকার করে সন্ত্রাসী সংগঠন। তবে লক্ষণীয় হলো স্বীকারোক্তি করলেই কি দোষ মাফ? নাকি রাষ্ট্র সংঘ তার যথোপযুক্ত আইনি ব্যবস্থা নয় সময়ের অপেক্ষায় ভারতের শান্তি প্রিয় মানুষ।