জনসংযোগ শিলচর, ১৭ জুলাই :- কাছাড় জেলা প্রশাসন বুধবার আনুষ্ঠানিকভাবে জেলার প্রথম “ডিজি সিএফআরসি” (কমিউনিটি ফ্যাসিলিটেশন অ্যান্ড রিসোর্স সেন্টার) উদ্বোধন করলেন। এই কমিউনিটি-কেন্দ্রিক প্ল্যাটফর্মের লক্ষ্য হল দুর্যোগ ব্যবস্থাপনা সহজতর করা এবং সরকারি প্রকল্পগুলোর নাগাল জনগণের কাছে আরও সুগম করা। শিলচরের বরাক ভিউ রেসিডেন্সি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলাপরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা, উন্নয়ন সহযোগী সংস্থা এবং কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখ্য কার্যবাহী আধিকারিক ও কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত, রক্তিম বড়ুয়া, (এ.সি.এস) “ডিজি সিএফআরসি”-কে প্রশাসন ও নাগরিকদের মধ্যে এক প্রাণবন্ত সেতুবন্ধন হিসেবে ব্যাখ্যা করেন।
তিনি বলেন “আমাদের অভিজ্ঞতা বলছে, যখন বিভিন্ন দপ্তর আলাদাভাবে কাজ করে, তখন সাড়া দিতে সমস্যায় পড়ি। সিএফআরসি আমাদের প্রচেষ্টাগুলোকে সমন্বিত করার এবং জনগণকে পরিকল্পনার কেন্দ্রে রাখার সুযোগ দেয়।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রণব কুমার বরা, (এ.সি.এস) মুখ্য কার্যবাহী আধিকারিক , জিলা পরিষদ, কাছাড়। তিনি “ডিজি সিএফআরসি” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
মূল বক্তব্যে তিনি বলেন “কাছাড়ের গ্রামীণ প্রেক্ষাপটে যেখানে শেষ প্রান্তের মানুষদের কাছে পৌঁছানো ও সচেতনতা বড় চ্যালেঞ্জ, সেখানে এই প্ল্যাটফর্ম আমাদের উত্তর। প্রযুক্তি, প্রশিক্ষিত কর্মী এবং সচেতনতা কর্মসূচিকে একত্রিত করে আমরা নিশ্চিত করছি, কেউ যেন বাদ না পড়ে।”

ইউনিসেফ ইন্ডিয়ার প্রতিনিধি আনন্দ কানু ও শ্রীমতী অনন্যা গোস্বামী তাঁদের বক্তব্যে কমিউনিটি চর্চা ও শাসনব্যবস্থায় দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) নীতি অন্তর্ভুক্ত করার গুরুত্ব ব্যাখ্যা করেন। তাঁরা কাছাড়ের বর্তমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যা তুলে ধরেন এবং দেখান কীভাবে সিএফআরসি কমিউনিটিকে আরও শক্তিশালী ও সচেতন করে তুলতে পারে।
ড. ঋতুমণি দাস ডিজি সিএফআরসি ম্যানুয়ালগুলোর উপর বিস্তারিত উপস্থাপনা করেন। ইন্টার-এজেন্সি গ্রুপ (আইএজি), কাছাড়-এর সেক্রেটারি সিএফআরসির পরিচালন নির্দেশিকা ব্যাখ্যা করে সবাইকে দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা দেন। দুর্যোগ ব্যবস্থাপনার ফিল্ড অফিসার সিএফআরসিকে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল (এসডিআরএফ)-এর কাঠামোর সঙ্গে কীভাবে মানিয়ে নেওয়া হয়েছে, তা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে একটি সিমুলেটেড দুর্যোগ পরিস্থিতি অনুশীলন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা সেখানে কৃত্রিম সংকট পরিস্থিতিতে সিএফআরসির কার্যকারিতা যাচাই করেন এবং দেখান কীভাবে দ্রুত তথ্য, জনবল ও সম্পদ সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া যায়।
ডিজি সিএফআরসি উদ্বোধনের মধ্য দিয়ে কাছাড় জেলা প্রশাসন আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শাসনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল, যা জনগণকে সচেতন, ক্ষমতাবান ও পরিকল্পনায় সক্রিয় অংশীদার করে তুলবে।
