বাবার ক্যান্সার, বোনের বিয়ের খরচ – মাথায় ৩০ লাখের বোঝা! বউয়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই গুলিতে জর্জর CRPF জওয়ান

যুব বিচিত্রা প্রতিনিধি ছত্তিশগড়, ১৬ জুলাই :- মুরালির মাথার ওপর ৩০ লক্ষ টাকার ঋণ মেটানোর চাপ তো ছিলই । এই অবস্থায় সম্প্রতি মুরালি বেঙ্গালুরুর হাসপাতালে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং মাত্র ১৫ দিন আগে।বাবা র হয়েছে ক্যান্সার, আরেকদিকে বোনের বিয়ে টাকা চাই ৩০ লাখ। ঋণে র বোঝা,কি করে ম্যানেজ হবে বউ এর সঙ্গে কথা বলতে বলতে ই নিজ রাইফেলের গুলিতে গুলিবিদ্ধ সিআরপিএফ জওয়ান। ঘটনাটি ছত্তিশগড়ের। টেলিফোন বার্তালাপ: ‘তুমি কী করছ পাভানি? দুপুরের খাবার খেয়েছ? ছেলে-মেয়ে কী খেয়েছে? বাবার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। আমাদের তাঁর যত্ন নিতে হবে। বোনের বিয়েও দিতে হবে৷ খুব সুন্দর একটা বাড়ি তৈরি করবো আমরা৷ আমাদের সন্তানদের ভালোভাবে বড় করতে হবে৷ আরেকদিকে ঋণের বোঝা, বাবার চিকিৎসা, বোনের বিয়ে কমপক্ষে ৩০ লাখ টাকার প্রয়োজন। বুদ্ধি ভ্রষ্ট হয়ে শেষ পথ বেঁচে নিলো ছত্তিশগড়ের এক সিআরপিএফ জওয়ান। ঘটনার খবরে শোকের ছায়া পরিচিত মহলে।