যুব বিচিত্রা প্রতিনিধি ছত্তিশগড়, ১৬ জুলাই :- মুরালির মাথার ওপর ৩০ লক্ষ টাকার ঋণ মেটানোর চাপ তো ছিলই । এই অবস্থায় সম্প্রতি মুরালি বেঙ্গালুরুর হাসপাতালে বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং মাত্র ১৫ দিন আগে।বাবা র হয়েছে ক্যান্সার, আরেকদিকে বোনের বিয়ে টাকা চাই ৩০ লাখ। ঋণে র বোঝা,কি করে ম্যানেজ হবে বউ এর সঙ্গে কথা বলতে বলতে ই নিজ রাইফেলের গুলিতে গুলিবিদ্ধ সিআরপিএফ জওয়ান। ঘটনাটি ছত্তিশগড়ের। টেলিফোন বার্তালাপ: ‘তুমি কী করছ পাভানি? দুপুরের খাবার খেয়েছ? ছেলে-মেয়ে কী খেয়েছে? বাবার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। আমাদের তাঁর যত্ন নিতে হবে। বোনের বিয়েও দিতে হবে৷ খুব সুন্দর একটা বাড়ি তৈরি করবো আমরা৷ আমাদের সন্তানদের ভালোভাবে বড় করতে হবে৷ আরেকদিকে ঋণের বোঝা, বাবার চিকিৎসা, বোনের বিয়ে কমপক্ষে ৩০ লাখ টাকার প্রয়োজন। বুদ্ধি ভ্রষ্ট হয়ে শেষ পথ বেঁচে নিলো ছত্তিশগড়ের এক সিআরপিএফ জওয়ান। ঘটনার খবরে শোকের ছায়া পরিচিত মহলে।
বাবার ক্যান্সার, বোনের বিয়ের খরচ – মাথায় ৩০ লাখের বোঝা! বউয়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই গুলিতে জর্জর CRPF জওয়ান
