Virat Kohli And Rohit Sharma Update :- ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। সেই সিরিজে বিরাট কোহলিকে দেখা যাচ্ছে না। কারণ আইপিএলের মাঝেই ১২ মে টেস্ট থেকে সরে দাঁড়ান কিং কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারের শেষ সময়ে এসে পৌঁছেছেন বিরাট কোহলি। জাতীয় দলের জার্সিতে শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্য়াটেই এখন তাঁকে খেলতে দেখা যাবে।

এই তালিকায় রয়েছেন রোহিত শর্মাও। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কও এই মুহূর্তে শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্য়াটেই দেশের জার্সিতে খেলবেন।

ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। সেই সিরিজে বিরাট কোহলিকে দেখা যাচ্ছে না। কারণ আইপিএলের মাঝেই ১২ মে টেস্ট থেকে সরে দাঁড়ান কিং কোহলি।

রোহিত শর্মাও টেস্ট ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছিলেন গত ৭ মে। গত বর্ডার গাওস্কর ট্রফিতে তাঁর নেতৃত্বেই ভারত ১-৩ ব্যবধানে অস্ট্রেলিয়ায় সিরিজ হেরেছিল।

তবে বিরাট-রোহিতকে নিয়ে উন্মাদনা কিন্তু শেষ নেই। চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে ভারতীয় দল। সেখানে ওয়ান ডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।

সেই সিরিজে বিরাট ও রোহিতকে খেলতে দেখা যাবে। কারণ এই ফর্ম্য়াট থেকে একমাত্র তাঁরা এখনও অবসর নেননি। আর তার জন্যই সমর্থকদের উন্মাদনাও পৌঁছেছে অন্য পর্যায়ে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে যে এই সিরিজটিই দুই কিংবদন্তি ভারতীয় ব্যাটারের কেরিয়ারে শেষ অস্ট্রেলিয়া সফর হওয়ায়, কিছু ভাবনা চিন্তা রাখা হয়েছে।

বিরাট ও রোহিতকে ফেয়ারওয়াল দিতে ইতিমধ্য়েই ৯০ হাজার টিকিট নাকি বিক্রি হয়ে গিয়েছে। যার ১৬ শতাংশ টিকিট ভারতীয় সমর্থকদের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্য় অনুযায়ী, ভারত আর্মির সদস্যরা ২৪০০ টিকিট কিনেছেন। এছাড়া ভারতীয় সমর্থকরা ১৪০০ টিকিট কিনেছেন। বিরাট কোহলি ও রোহিত শর্মা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাের পরই আন্তর্জাতিক টি-টায়েন্টি ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন। এই বছর টেস্ট থেকেও সরে দাঁড়ান তাঁরা।