পথিক রাখাল

■ মহুয়া চৌধুরী

আলপথে হেঁটে যায় রাখাল বালক
দূর দিগন্তের চোখে সবুজ ঝলক,
আসমানী জীবনের খুঁজে চলে পথ
হাতে হাত স্বপ্নের সাত ঘোড়ার রথ।

মারামারি কাটাকাটি অগ্নির তাণ্ডব ভুলে গিয়ে সবকিছু করে কলরব,
সপ্তপর্ন ছায়ায় সুরেলা সংগীতে আবেগে উচ্ছ্বাসে যৌবন ভরে খুশিতে।

গ্রহনের প্রতিচ্ছায়া প্রতিজন মনে
ছায়া শরীর বিস্তারে আঁধার গহনে
পাশব জীবন ছবি জনারণ্যে ঘুরে
মানবতা উদারতা দ্রুত নাশ করে।

তবুও মানুষ বাঁচে প্রেমে ও মায়ায়
আলো আঁধারে মেশা ছায়া উপচ্ছায়ায়।।

~■ মহুয়া চৌধুরী