শিলচর তারাপুর ওভার ব্রিজের চলতি মারুতি গাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডে চমকে যায় শহরবাসী, সৃষ্টি হয় আতঙ্কের

তাপস নাথ, শিলচর,২০ ফেব্রুয়ারি: অল্পের জন্য রক্ষা পেল তারাপুর এলাকা। আজ দুপুর ২টা নাগাদ শিলচর তারাপুর ওভার ব্রিজের উপরে একটি চলতি মারুতি গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। আকস্মিক অগ্নিকাণ্ডে মুহূর্তে ই আতঙ্ক ছড়িয়ে পড়ে শিলচর তারাপুর এলাকায়।

গাড়িতে আগুন দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ দমকল বাহিনী ও তারাপুর আউট পোস্টের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কিভাবে কোথা থেকে লেগেছে এই চলতি মারুতি গাড়িতে আগুন লেগেছে তা এখনো বলা যায় নি।