শীত আসার সঙ্গে সঙ্গে বরাক উপত্যকার রাস্তাঘাট এবং হাটবাজার জমে ওঠে। শিলচরের গান্ধী মেলার মাঠ থেকে শুরু করে গ্রামীণ এলাকাগুলোতে স্থানীয় মেলা এবং হস্তশিল্প প্রদর্শনীতে মানুষের ভিড় লেগে থাকে। শীতের সকালে চায়ের কাপে ধোঁয়া আর তালের পিঠার স্বাদ যেন এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়।
তবে, গ্রামাঞ্চলের কাদা রাস্তাগুলো মানুষের যাতায়াতে সমস্যার সৃষ্টি করছে। প্রয়োজন এলাকাভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, যাতে শীতের আনন্দ আরও নির্বিঘ্ন হয়।
শীতের বার্তা: চায়ের কাপ আর জলকাদার গল্প
