দেওঘর যাওয়ার পথে বাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘষ ১৮ জনের মৃত্যু, ১৪ র কাছাকাছি গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন

সুজন চক্রবর্তী, ঝাড়খণ্ড ২৯ জুলাই :- মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় পুণ্যার্থীদের নিয়ে একটি বাস ভারতের ঝাড়খন্ড রাজ্যের দেওঘরের বৈদ্যনাথধামের দিকে যাচ্ছিল। দেওঘর – বাসকিনাথ সড়কের উপর জামুনিয়া চকের কাছে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংর্ঘষ হয়। সংঘর্ষের অভিঘাতে দুমড়ে মুচড়ে

যায় বাসের একাংশ। ঝাড়খন্ড পুলিশের আইজি ( দুমকা জোন) শৈলেন্দ্র কুমার সিনহা সংবাদ মাধ্যম কে বলেন, ” ৩২ আসন বিশিষ্ট বাসে কেবল পুণ্যার্থীরাই ছিলেন। যারা সোমবার বাবা ধাম পূজার্চনা করে বাড়ি ফেরার পথে ই দূর্ঘটনা র কবলে পড়ে বলে পুলিশ সূত্রের খবর।দেওঘরের মোহনপুর থানা এলাকার জামুনিয়া জঙ্গলের কাছে

দুর্ঘটনা ঘটে। কি কারনে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সাংসদ নিশিকান্ত বলেন, ” শ্রাবন মাসে কাঁওয়ার যাত্রার সময় আমার লোকসভা কেন্দ্রের দেওঘরে ১৮ জন পুণ্যার্থী বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ” পুলিশের তরফে জানানো হয়েছে, দুঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতদের মধ্যে

কয়েকজনের অবস্থা আশংকাজনক। মৃত্যুর সংখ্যা আরো ও বাড়তে পারে। এনিয়ে এলাকায় নেমে আসে গভীর শোক। অনেকেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি সরকারের তরফে আর্থিক অনুদান প্রদান করার দাবী তুলেছেন।