সংবাদ সংস্থা, ২৫ জুলাই :- বর্ষা এলেই বজ্রপাতের ভয়াল ভ্রুকুটিতে অন্তরাত্মা কাঁপতে থাকে বহু মানুষের। এতে বহু মৃত্যু ঘটে বছরের পর বছর। কিন্তু শুধু মানুষ নয়, ভয়াল বজ্রপাতে ধ্বংস হয় প্রকৃতিও।
সম্প্রতি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখ অ্যানড্রিয়াস ক্রাউজের নেতৃত্বে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। সেই রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ একটা তথ্য। কী সেটা? তারা জানাচ্ছে বাজ পড়ে প্রতি বছর বিশ্ব জুড়ে প্রায় ৩৫০ মিলিয়ন বা ৩৫ কোটি গাছের মৃত্যু ঘটে। প্রতি বছর এই ক্ষতিতে বিশ্বের ইকোলজির উপর বিপুল চাপ পড়ে। নষ্ট হয় বিপুল অরণ্যসম্পদ। বজ্রপাত থেকে গাছের যে বিপুল ক্ষয়ক্ষতি তা পরিমাপের ক্ষেত্রে মিউনিখ
বিশ্ববিদ্যালয় র্ট্রি মর্টালিটি পরিমাপের ক্ষেত্রে নতুন পদ্ধতি আমদানি করেছে। ঠিক কত গাছ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নষ্ট হয়, তার একটা পরিষ্কার হিসাব তারা তৈরি করেছে। এরই সঙ্গে বিশ্বের কোন কোন অঞ্চলে এটা বেশি ঘটে, সেটাও দেখা হচ্ছে। হিসেবে থাকে গ্লোবাল কার্বন স্টোরেজে কী খামতি, সেটাও। সবচেয়ে যেটা ভয়ের, সেটা হল, আগামীদিনে বজ্রপাতে গাছের মৃত্যুর সংখ্যাটা আরও বাড়বে বই কমবে না!আর তাতে ক্রমশ বদলে যেতে থাকবে ফরেস্ট ইকোসিস্টেম এবং কার্বন ডায়নামিক্স। আর এই পুরো বিষয়টিই ভয়ংকর রকম নেতিবাচক প্রভাব ফেলবে পৃথিবীর অরণ্যসম্পদের উপর, কার্বন সাইক্লিং এবং ক্লাইমেট চেঞ্জের উপর।