যুব বিচিত্রা প্রতিনিধি, ঢাকা ২২ জুলাই :- উত্তপ্ত বাংলাদেশে আজ ও নেই শান্তি স্বস্তি! পান থেকে চুন খসলেই প্রতিবাদ, খণ্ড যুদ্ধ এসব ই। একটা প্রতিবাদ নগরীতে পরিণত হয়েছে বাংলাদেশ। অশান্তি র বাতাবরণ কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশ কে। এবার প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছেন অর্ধশতাধিক স্কুল পড়ুয়া।
মঙ্গলবার বিকেলে ঢাকার সচিবালয়ে শিক্ষার্থীরা ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে বেশ কয়েকটি সরকারি গাড়ির কাঁচ ভাঙচুর করেন।
বাংলাদেশে এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ৫৭ জন। মঙ্গলবার বিকেলে ঢাকায় সচিবালয় এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টার দিকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিস ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সংবাদ মাধ্যম কে জানায় সচিবালয় থেকে আহত অবস্থায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ঢাকায় সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ গেটের ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে বেশ কয়েকটি সরকারি গাড়ির কাঁচ ভাঙচুর করেন। পরে পুলিসের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যান। এর আগে দুপুর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। মূল কথা হলো কিছু হতে না হতেই প্রতিবাদ – বিক্ষোভ এসবে ভরে গেছে বাংলাদেশ। একপ্রকার প্রতিবাদী নগরে পরিণত হয়েছে বাংলাদেশ।