১ ঘণ্টার বৃষ্টিতে গুরুগ্রাম যেন ভেনিস’!, প্রশাসনের তরফে জারি সতর্কতা

বিশেষ প্রতিনিধি, নতুন দিল্লি ১১ জুলাই :- গত চব্বিশ ঘণ্টা ধরে লাগাতার বৃষ্টি চলছে গুরুগ্রাম সহ দিল্লির একাংশ স্থানে। গোটা শহর এখন জলের তলায়। এলাকায় কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।
মুম্বই নয়, এবার গুরুগ্রাম। সঙ্গে দিল্লির কিছুটা অংশও। লাগাতার বৃষ্টিতে বানভাসি শহর। রাস্তা না নদী দেখে বোঝার উপায় নেই। প্রবল ট্রাফিক জ্যাম। এই দুর্বিসহ পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় যেমন ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা, তেমন বিভিন্ন মজাদার মন্তব্যও নজরে পড়ছে।

ঘুরছে শহরের জল-ছবিও। গুরগ্রামের একাধিক রাস্তায় জল জমে গিয়েছে। ট্রাফিক জ্যামে নাজেহাল অবস্থা। কোথায় কোথায় তো এত জল যে, গাড়িও চলছে না। রাস্তায় নেমে ঠেলতে হচ্ছে। শহরের অবস্থা দেখে রীতিমতো ক্ষুদ্ধ সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মজাদার মন্তব্যে ক্ষোভে উগরে দিচ্ছেন তাঁরা। প্রকৃতির অপরূপ লীলা বুঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে সর্বত্র।