Multiple Catch Drops At Headingley :- ভূরি ভূরি ক্যাচ নষ্ট! ফস্কানোর প্রতিযোগিতায় ৬-৪, কেন হেডিংলি ফিল্ডারদের ‘হেডেক’ ?

ক্রীড়া প্রতিবেদক, ২৫জুন :- হেডিংলি টেস্টে বিগত চারদিন ধরে ভারত-ইংল্যান্ড মিলিয়ে মোট ১০টি ক্যাচ নষ্ট করেছে! কিন্তু কেন এত ক্যাচ মিস করছেন ক্রিকেটাররা ?

চলতি লিডস টেস্টে ভারত এবং ইংল্যান্ড (ENG vs IND) মিলিয়ে ভূরি ভূরি ক্যাচ নষ্ট করেছে ( Multiple Catch Drops At Headingley )। যেন ফস্কানোর প্রতিযোগিতা চলেছে বিগত চারদিন ধরে। ভারত ৬টি ক্যাচ মিস করেছে, ওদিকে ইংল্যান্ডের পক্ষে ৪টি! দুই দলই পাল্লা দিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের লাইফলাইন দিয়েছেন।