তীব্র ভূমিকম্পের পর সুনামির আতঙ্কে গোটা উপকূল, জেগে উঠলো ঘুমন্ত আগ্নেয়গিরি

সংবাদ সংস্থা, ০৩ আগস্ট :- গত বুধবার কামচাটাকা কেঁপে ওঠে ৮.৮ মাত্রার কম্পনে। কাম্পনের চোটে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা হয়ে যায় ৫ মিটার পর্যন্ত। সুনামিতে তোলপাড় হতে পারে। রবিবার পূর্ব রাশিয়ার কামচাটাকাতে তীব্র ভূমিকম্প হওয়ার পর এমনটাই পূর্বাভাস দিলেন বিজ্ঞানীরা। কুরিল দ্বীপে হওয়া ওই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭। বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পের ফলে যে সুনামি হতে পারে তার জেরে যে ঢেউ হবে তার উচ্চতা খুব একটা উঁচু হবে না। কিন্তু তার পরেও সাধারণ মানুষের সমুদ্র সৈকত থেকে সরে যাওয়া উচিত। এমনটাই জানিয়েছেন মিনিস্ট্রি অব ইমার্জেন্সি সার্ভিসের বিশেষজ্ঞরা।

অন্যদিকে, প্যাসিফিক ওয়ার্নিং সিস্টেমের তরফে বলা হয়েছে, রিখটার স্কেলে ৭ মাত্রা কম্পন হয়েছে তবে সুনামির বড় কোনও আশঙ্কা নেই। উল্লেখ্য, ওই কম্পনের পরপরই ক্রাসেনিকভ আগ্নেয়গিরি ফের বিস্ফোরিত হয়েছে। ৬০০ বছর পর জেগে উঠেছে এই আগ্নেয়গিরি। এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। এমনটাই জানিয়েছেন রাশিয়ায় জাতীয় সংবাদসংস্থা আরআইএ। উল্লেখ্য, গত বুধবার কামচাটাকা কেঁপে ওঠে ৮.৮ মাত্রার কম্পনে। কাম্পনের চোটে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা হয়ে যায় ৫ মিটার পর্যন্ত। জাপান ও আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষজনকে সরে যেতে বলা হয়। এনিয়ে রাশিয়ার কামচাটাকার গভর্নর ভ্লিদিমির সোলোডভের দাবি কয়েক দশকে এত প্রবল ভূমিকম্প রাশিয়ায় হয়নি। বহু বিশেষজ্ঞের অভিমত তিন দিনের মধ্যে দুটি ভূমিকম্পের মধ্যে কোনও যোগসূত্র থাকতে পারে।